জেইই অ্যাডভান্সডে বাংলার সেরা বার্ণপুরের হর্ষিত সিং
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( JEE-Advanced West Bengal Topper )পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ইস্পাত নগরী বার্নপুরের বাসিন্দা হর্ষিত সিং ( Harshit Singh) জেইই অ্যাডভান্সড পরীক্ষায় পশ্চিমবঙ্গে শীর্ষস্থান পেলো। সে ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে (জেইই) অ্যাডভান্সডে দেশের মধ্যে ১১২ তম স্থান অর্জন করেছে । হর্ষিত কম্পিউটার বিজ্ঞানে ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী। ছেলের পারফরম্যান্সে খুশি তার বাবা ও মা।




বার্নপুরের বাসিন্দা হর্ষিতের বাবা ধনঞ্জয় কুমার সিং একজন ব্যবসায়ী ও মা আরতি সিং একজন গৃহবধূ। দুই ভাইয়ের মধ্যে হর্ষিত ছোট। সে বার্নপুর রিভার সাইড স্কুল থেকে দশম শ্রেণীতে পড়ে ও প্রায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে পাশ করে। পরে সে বার্ণপুরের কাশীনাথ লাহিড়ি স্কুল থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ে ৯৮ শতাংশ নম্বর পায়।
জেইই অ্যাডভান্সড ওয়েস্ট বেঙ্গল টপার হয়ে হর্ষিত বলে যে তার কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা রয়েছে। সে তার এই পারফরম্যান্স বা সাফল্যের জন্য অভিভাবকদের পাশাপাশি স্কুলের শিক্ষক ও কোচিংকে কৃতিত্ব দিয়েছে। তার বাবা ও মা বলেন, ছেলের পারফরম্যান্সে আমরা খুবই খুশি। প্রতিদিন সে আট থেকে দশ ঘণ্টা পড়াশুনা করতো। পড়াশোনার পাশাপাশি সে বাস্কেটবল খেলতে পছন্দ করে। এর সঙ্গে অবসর সময়ে গান শুনতে পছন্দ করে হর্ষিত। সে দুর্গাপুর থেকে চার বছর কোচিং করেছে উচ্চ শিক্ষার জন্য।
- “90% निवेशक नहीं बना पाते करोड़ों का पोर्टफोलियो – क्या आप भी उनमें से एक हैं ?
- আসানসোলে ছিনতাইয়ের ঘটনা, কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার ৪, উদ্ধার ২ লক্ষ টাকা
- Asansol : चंद घंटे में दबोचे गए 4 अपराधी, 2लाख बरामद
- रिटायर्ड कमांडेंट के घर लाखों की चोरी
- রূপনারায়নপুরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না হাতিয়ে চম্পট