ASANSOLRANIGANJ-JAMURIA

নাগাল্যান্ডের পুলিশ ৯০ লক্ষ টাকার সিমেন্টে জালিয়াতির অভিযোগে রানীগঞ্জ থেকে গ্রেপ্তার করল ব্যবসায়ীকে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ:  ( Asansol Raniganj News Today )রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের সৃষ্টি সিমেন্ট নামে এক কারখানার বিরুদ্ধে ভালো সিমেন্ট দেওয়া জায়গায় নিম্নমানের সিমেন্ট দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার এক ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে গ্রেফতার করল নাগাল্যান্ডের পুলিশ । ঘটনা প্রসঙ্গে জানা যায় প্রায় ৯০ লক্ষ টাকার তেরোশো কুড়ি মেট্রিক টন সিমেন্ট দেওয়ার বরাত দেওয়া হয়েছিল, নাগাল্যান্ডের এক সংস্থার পক্ষ থেকে আগামী ১৪ আগস্ট ২০২১ সালে। সেখানে তারা ১৩৩২ মেট্রিক টন সিমেন্ট সরবরাহ করে। কিন্তু যে কোয়ালিটির সিমেন্ট ওই সংস্থাকে দেওয়ার কথা ছিল সেই কোয়ালিটি সিমেন্ট না দিয়ে তাদেরকে নিম্নমানের সিমেন্ট সরবরাহ করা হয় বলেই দাবি।

আর এই ঘটনার পর থেকেই বেশ কয়েক দফায় ওই সংস্থাকে নোটিশ পাঠানো হলেও কোন উদ্যোগ গ্রহণ না করায় শেষমেষ তারা নাগাল্যান্ড পুলিশের দ্বারস্থ হয়। মঙ্গলবার নাগাল্যান্ড নাগাল্যান্ডের পূবা পুর্বপুর থানার তিনজন পুলিশ আধিকারিক রানীগঞ্জে এসে পৌঁছে ওই সংস্থার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যান। উল্লেখ্য এর পূর্বে ও রানীগঞ্জ জামুরিয়া সহ বেশ কয়েকটি অংশে সিমেন্টে জালিয়াতির ঘটনা সামনে এসেছে বেশ কয়েকটি ফ্যাক্টরিতে নামিদামি কোম্পানি নকল সিমেন্ট তৈরির ঘটনাও লক্ষ্য করা গেছে এবার নিম্নমানের সিমেন্ট সরবরাহের বিষয় সামনে আসায় রানীগঞ্জ মঙ্গলপুর শিল্প তালুকের নাম অনেকটাই কুলসিত হল বলেই মনে করছেন ব্যবসায়ী মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *