চোরাই গরু পাচার করার সময় বাজেয়াপ্ত জামুরিয়া থানার পুলিশ করল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: ( Asansol News Today ) ফের নাকা চেকিংয়ে সাফল্য পেল জামুরিয়া থানার পুলিশ মঙ্গলবার গভীর রাত্রে দুটি জার্সি গরু আটোসাটো ভাবে গাড়ির মধ্যে বেঁধে চোরের দল চোরাই গরু পাচার করার সময় বিজপুর মোড় ঢোকার আগেই ওই গরু বোঝাই গাড়িটি পুলিশের নাকা চেকিং লক্ষ্য করে গাড়ির গন্তব্য পরিবর্তন করে, বিজপুরের পাশেই নাগেশ্বর এর রাস্তা হয়ে সাত গ্রামের পথে যাওয়ার সময় আটকে যায় গলির মাঝেই।














রাত্রি প্রায় তিনটে নাগাদ হঠাৎ করেই বাড়িঘর ভাঙ্গার আওয়াজ শুনে এলাকার মানুষজন ওই গাড়িটিকে তাড়া করতে থাকে, পরে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে ওই গাড়িটি ও তাতে বোঝায় দুটি গরু বাজেয়াপ্ত করে। গ্রামবাসীদের দাবি পুলিশ প্রশাসনের তাড়া খেয়ে ওই গাড়িটি গ্রামের পথে ঢুকে পড়ায়, গ্রামের বেশ কিছু বাড়ি ঘরে ক্ষতি হয়। যদিও এ সকলের মাঝেই গাড়ি ছেড়ে চম্পট দেয় চোরের দল। পুলিশ কিভাবে কোথা থেকে তারা এই গরুগুলি পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল, তা নিয়ে খোঁজ তল্লাশি শুরু করেছে
- আসানসোলে টোটো ও অটোর জন্য আলাদা পার্কিং জোনের পরিকল্পনা, এলাকা পরিদর্শনে ডেপুটি মেয়র ও পুলিশ আধিকারিক

- আসানসোলের দক্ষিণা কালী মন্দিরে নতুন পাঁচটি রুমের উদ্বোধন

- Asansol : जाम की समस्या पर टूटी प्रशासन की नींद, किया निरीक्षण, पर बड़ा सवाल होगा क्या ?

- Jamuria : बालू वाहन ने एक को रौंदा मौत, दुर्घटना के बाद बवाल, पुलिस पर हमला और तोड़फोड़

- আসানসোলের বিজেপির নেতা ও কর্মীদের নামে পুলিশের এফআইআর


