পশ্চিমবঙ্গ কলেজ কর্মচারী ইউনিয়ন পক্ষ থেকে জেলাশাসকের কার্যালয়ে স্মারকলিপি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : পশ্চিমবঙ্গ কলেজ কর্মচারী ইউনিয়ন পশ্চিম বর্ধমান শাখার পক্ষ থেকে চার দফা দাবি নিয়ে বুধবার পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পালের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। সংগঠনের সেক্রেটারি বৃন্দাবন রুইদাস জানান, “দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মীরা সততার সঙ্গে কলেজে দায়িত্ব পালন করে আসছেন এবং কলেজের স্থায়ী কর্মচারীদের মতোই কাজ করছেন।




কিন্তু তারা তাদের মত অনুযায়ী বেতন পাচ্ছেন না যেখানে আদালতও সমান কাজের জন্য সমান বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই স্মারকলিপির মাধ্যমে তিনি ক্যাজুয়াল কর্মীদের চাকরির নিরাপত্তা ও সেইমত সরকারি নির্দেশিকা প্রকাশ করার দাবি জানান। স্মারকলিপি পেশ করার সময় উপস্থিত ছিলেন মদন সেনগুপ্ত, মানস চ্যাটার্জি, মণিকনা বিশ্বাস প্রমুখ।