সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয় এর মুকুটে সংযোজন হল নতুন পালক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: ( Asansol Raniganj News Today ) স্বাধীনতার ৭৫ তম বর্ষে ঐতিহ্যবাহী নজরুল স্মৃতি বিজড়িত সিয়ারসোল রাজ উচ্চ বিদ্যালয় ( Searsole Raj High School ) এর মুকুটে সংযোজন হল নতুন পালক। পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের সেক্রেটারির কাছ থেকে মঙ্গলবার সিয়ারসোল রাজ হাই স্কুল কর্তৃপক্ষর কাছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মারফত এই খবর জানান দেওয়া হয়। উল্লেখ্য নজরুল স্মৃতি বিজড়িত এই স্কুলে একসময় বিশিষ্ট সব শিক্ষক ও তৎকালীন সময়ে অগ্নিযুগের বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক ও নজরুল ইসলামের সংগীত শিক্ষক সতীশ চন্দ্র কাঞ্জিলালের সংস্পর্শে এসে বিপ্লবী চেতনার উন্মেষ ঘটা বিদ্রোহী কবি, সে সময়ের বিপ্লবী আন্দোলনের বহু বিষয় লক্ষ্য করেন।




আর তার বিপ্লবী চেতনার বিকাশ হওয়ার পরই, বিদ্রোহী কবিতার সূত্রপাত হয় এখান থেকেই, বলেই মনে করেন ওয়াকিবহালমহল। এবার সেই স্কুলকেই বিশেষ মর্যাদা দেওয়ার লক্ষ্যে ঐতিহ্যবাহী বিদ্যালয় স্বীকৃতি দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন। আর সেই স্বীকৃতি পেয়ে সম্ভবত খুশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক তথা ওই স্কুলের প্রাক্তন পড়ুয়া সকলেই।
