আসানসোলে গাঁজা সহ মহিলা গ্রেফতার
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News Today ) এবার আসানসোল। পুলিশের অভিযানে মিললো গাঁজা। বুধবার রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ কালিপাহাড়ি স্টেশন সংলগ্ন এলাকা থেকে এই গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি রীতা দেবী নামে এক মহিলাকে গ্রেফতার করে। তার কাছ থেকে পাওয়া যায় ৭ কিলো ৯০০ গ্রাম গাঁজা ও নগদ ৯,৪৫০ টাকা। বৃহস্পতিবার ধৃত মহিলাকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।




জানা গেছে, কালিপাহাড়ি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দার রীনাদেবী নামে ঐ মহিলা গাঁজা বিক্রি করেন। সেই খবর আসানসোল দক্ষিণ থানার পুলিশ গোপন সূত্রে পায়। বুধবার রাতে পুলিশ তাকে ধরে ফেলে গাঁজা সহ। জেরায় তিনি বলেন, আমি বিধবা মহিলা। এটা করেই আমার রোজগার হয় ও আমি জীবিকা নির্বাহ করি।
আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু বলেন, প্রায় ৮ কেজি গাঁজা সহ ঐ মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ৯ হাজার টাকাও পাওয়া গেছে। তদন্তে জেরা করে জানা গেছে, ঐ মহিলার কাছ থেকে স্থানীয়রা গাঁজা কিনতেন।