West Bengal

দুই সিপি সহ ৫ আইপিএস বদলি

বেঙ্গল মিরর,, সৌরদীপ্ত সেনগুপ্ত : রাজ্যে দুই সিপি সহ ৫ আইপিএস বদলি। রাজ্যের দুই পুলিশ কমিশনার সহ পাঁচজন আইপিএস অফিসারের রদবদল করা হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিবের কার্যালয় থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। শিলিগুড়ি ( Siliguri ) ও বিধাননগরের ( Bidhannagar ) পুলিশ কমিশনার বদল করা হয়েছে। একই সঙ্গে বনগাঁর এসপিকেও বদলি করা হয়েছে।

জারি করা নির্দেশ অনুসারে বিধাননগরের সিপি সুপ্রতিম সরকারকে এডিজি ট্রাফিক অ্যান্ড রোড সেফটি করা হয়েছে। শিলিগুড়ির সিপি গৌরব শর্মাকে বিধাননগরের সিপি করা হয়েছে। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি অখিলেশ কুমার চতুর্বেদীকে শিলিগুড়ির পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। কলকাতার ডিসি জয়িতা বোসকে বনগাঁর এসপি করা হয়েছে। অন্যদিকে বনগাঁর এসপি তরুণ হালদারকে কলকাতা পুলিশের ডিসি নর্থ করা হয়েছে।

Leave a Reply