ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

দুর্গাপূজায় করণীয় বিষয়ে নিয়ে নির্দেশ দিলেন পুলিশ আধিকারিকরা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট । আর তাই সালানপুর থানা এলাকায় সমস্ত পুজো মন্ডব উদ্যোক্তাদের নিয়ে রূপনারায়নপুর নান্দনিক হলে
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সালানপুর থানার পক্ষ থেকে সালানপুর ব্লকের 43 টি দুর্গাপূজা কমিটি দের কে নিয়ে নান্দনিক সভাগারে হয়ে গেল একটি বৈঠক । এদিন প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজা কমিটি গুলিকে জানিয়ে দেওয়া হয় এবছর সরকার এর তরফে 50 হাজার বাড়িয়ে 60 হাজার করে দেওয়া হয়েছে তাই সেই টাকা যাতে পুজোর ভাল কাজে খরচ হয় সেটা দেখতে হবে।

তিনি জানান প্রত্যেক পুজো মন্ডপে সিসিটিভি লাগাতে হবে ,পুজো শেষে নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী বিসর্জন করতে হবে তাছাড়া বিসর্জন এর একটি রুট চার্ট থানায় দিতে হবে ,প্রতিটি পুজো মন্ডবে ভলান্টিয়ার রাখতে হবে এবং সকলকে ব্যাচ দিতে হবে , শব্দ বাজি ফাটানো যাবেনা 90 ডিমিল এর নিচে বাজি ফাটাতে হবে,
প্রতিটি প্যান্ডেলে অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে ।


একই সাথে হাইকোর্ট এর নির্দেশ অনুসারে পুজোতে কোন ভাবেই ডিজে বাজানো যাবেনা , যদি ডিজে ব্যাবহার করে তাহলে আইনত ব্যাবস্থা নেওয়া হবে ,পুজোর প্রতিটি মন্ডবে বৈদ্যুতিক তার এর ব্যবহার সঠিক ভাবে করবেন।তাছড়া এদিন জানানো হয়
শারদীয় দুর্গাপূজা ২০২২ ইং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এই সভায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এর কুলটি এসিপি সুকান্ত ব্যানার্জি ,জেলা পরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান
সমাজ সেবী ভোলা সিং ,ও সমাজ সেবী দিনেশ লাল শ্রীবাস্তব উপস্থিত ছিলেন, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র,ব্লক যুগ্ম আধিকারিক শ্রেয়া নাগ ,আসানসোল রেল ডিভিশন এর
সালানপুর ইসিএল এরিয়া ইনচার্জ চন্দ্রকান্ত শর্মা ,
সালানপুর থানার আধিকারিক অমিত হাটি, রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ
মনজিৎ ধারা,রঞ্জিত সরকার ,কল্যানেশ্বরী ফাঁড়ি ইনচার্জ উজ্জ্বল সাহা সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *