ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

দেন্দুয়া বাজার এলাকায় আবারো চুরির ঘটনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- প্রতিনিয়তই চুরি কান্ডের ঘটনা ঘটে থাকলেও নির্বিকার পুলিশ প্রশাসন। সালানপুর থানার দেন্দুয়া বাজার এলাকায় পরপর চুরির ঘটনায় এলাকাবাসী সহ ব্যাবসায়িক রা আতঙ্কে দিন কাটাচ্ছে । সালানপুর থানা এলাকার দেন্দুয়া বাজার এলাকা থেকে আবারো চুরির ঘটনা উঠে আসলো । ঘটনার সম্পর্কে জানা যায়, দেন্দুয়া বাজারের চিত্তরঞ্জন আসানসোল প্রধান রাস্তার উপর একটি রেশন দোকানে চুরির করার চেষ্টা চালায় চোরের দল ।

দোকানের জানালার গ্রীল,জালি সহ দোকানের বিভিন্ন সামগ্রী রাতের অন্ধকারে ভাঙ্গার চেষ্টা করে । তবে চুরি করতে ব্যার্থ হয় তারা ।সালানপুর থানা এলাকায় দিনের পর দিন প্রায়শই চুরির ঘটনায় আতঙ্কিত রয়েছে দোকানদারের এই আগেও এই বাজার এলাকা থেকেই দুইবার মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে সেইচুরির কিনারা এখনো পর্যন্ত হয়নি তারউপর আবার চুরির ঘটনা।


রেশন দোকানের মালিক উত্তম সেন জানান তার রেশন দোকানে বৃহস্পতিবার রাতে দোকানের জানালা ভাঙে তাছড়া গাছ বেয়ে উপর তালা গিয়ে সেখানে দরজা ভেঙে নীচে নেমে ভেতরের আরো দরজা ভাঙার চেষ্টা করে তবে জানাজানি হতেই তারা পালিয়ে যায় ।
সকালে সালানপুর থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে খতিয়ে দেখছে।তবে বারংবার এই ধরনের চুরি কাণ্ডের ঘটনা মূলত নেশা সেবনকারী যুবকদের দ্বারা সংঘটিত হচ্ছে বলে বুদ্ধিজীবী মহলের ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *