ডোন্ট টাচ মাই বডি, আই এম মেল লেখা গেঞ্জি পরে বাজার করলে তৃণমূল নেতা ও কর্মী সমর্থকেরা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের কুলটি ব্লকের নিয়ামতপুর বাজারে , তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে শুক্রবার সকালে নিয়মতপুর বাজারে ডোন্ট টাচ মাই বডি , আই এম মেল লেখা গেঞ্জি পরে বাজার করলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী ৷ রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য কে ঘিরে তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী এই গেঞ্জি পরে রাজনৈতিক আবহে বাজার করলেন .
তার পর তার প্রতিক্রিয়া তে বলেন যে, যদি নিজেদের পরিচয় দিতে এভাবে বলে থাকেন তার থেকে তার নিজের বুকে লিখে ঘুরুন যে তিনি মেল না ফিমেল ৷ এর থেকে দুঃখজনক আর কিছু হয়না ৷ তাই তার মন্তব্যের কটাক্ষ করার জন্যই মানুষের সাথে থেকে তৃণমূল কর্মীরা এই অভিনব কর্মসূচি নেয় । তাই মানুষের পাশে থেকে এই বার্তা দিলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী ৷