RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ থানার পুলিশ ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করল রানীগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালেই রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের মঙ্গলপুর বাস স্ট্যান্ডের কাছে ওভার ব্রিজের নিচে সকাল সাড়ে নটা নাগাদ এক প্রথম বর্ষের ছাত্রী প্রীতি যাদব কোচিং ক্লাসে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকার সময় পেছনের জঙ্গল থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালায় এক দুষ্কৃতি,

এই ঘটনার পরই ওই ছাত্রী নিজের বাড়ির পরিজনদের বিষয়টি জানানোর পর বাড়ির সদস্যরা রানীগঞ্জ থানায় খবর দিলে, রানীগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে ওই মোবাইল ফোন। পুলিশের এধরনের উদ্যোগে স্বভাবতই খুশি ওই ছাত্রী ও তার পরিবার। শুক্রবার ওই ছাত্রীর হাতে ই তার ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি ও রানিগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত।

Leave a Reply