ASANSOL

রবিবার আসানসোল ইন্ডোর স্টেডিয়ামে পঞ্চম বেঙ্গল কাপ ওপেন মার্শাল আর্ট চ্যাম্পিয়ানশিপ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পোলো গ্রাউন্ড লাগোয়া আসানসোল ইন্ডোর স্টেডিয়ামে রবিবার হতে চলেছে একদিনের পঞ্চম বেঙ্গল কাপ ওপেন মার্শাল আর্ট চ্যাম্পিয়ানশিপ ২০২২। এর উদ্যোক্তা আমেরিকার ( ইউএসএ) একশান ইন্টারন্যাশনাল মার্শাল আর্ট এ্যাসোসিয়েশন অনুমোদিত ” ব্ল্যাক বেল্ট একশান মার্শাল আর্ট একাডেমি “বা ” বিএএমএ “।


রবিবার সকাল দশটার সময় এই চ্যাম্পিয়ানশিপের উদ্বোধন হবে। বিকেল চারটে সময় হবে সমাপ্তি অনুষ্ঠান। উদ্বোধন ও সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকার কথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক এবং মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়।
এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক তথা টুর্নামেন্ট ডিরেক্টর সুশান্ত বন্দোপাধ্যায় শনিবার বলেন, এই চ্যাম্পিয়ানশিপে বাংলার ৮ টি জেলার ২৫০ প্রতিযোগি অংশ নেবেন।

Leave a Reply