ছোটনাগপূর কুড়মি মাহাতো সমাজ সংগঠনের ডাকে রেল রোকো ও রাস্তা অবরোধ
কুড়মি জাতীকে এসটি (ST) তালিকাভুক্ত করার দাবিতে
বেঙ্গল মিরর, পুরুলিয়া: কুড়মি জাতীকে এসটি (ST) তালিকাভুক্ত করার দাবিতে ছোটনাগপূর কুড়মি মাহাতো সমাজ সংগঠনের ডাকে আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়েছে । সেই মতো মঙ্গলবার সকাল থেকে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিজনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা রেল শাখার মাঝখানে কুস্তাউর রেল স্টেশন রেল অবরোধে নামলো কুড়মি মাহাতো সমাজের সমর্থিতরা । হাজার হাজার মানুষ এসেছেন এই অবরোধ কর্মসূচিতে । সকাল থেকেই ধামসা মাদল নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়েছে মানুষজন । চলছে আবরোধ ।




আদিবাসী কুড়মি সমাজের রেলরোকো কর্মসূচির জেরে বাতিল বহুট্রেন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে দূর পাল্লার ট্রেন। যাত্রীরা সমস্যায়।
সাউথ বিহার এক্সপ্রেস ট্রেন, আদ্রা জংশনে দাড়িয়ে রয়েছে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন, পুরুলিয়া রেল স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বোকারো-বর্দ্ধমান স্টিলসিটি প্যেসেঞ্জার। বাতিল হয়েছে বর্দ্ধমান বোকারো, আসানসোল-রাঁচি, পুরুলিয়া-আদ্রা ম্যেমু পেসেঞ্জার, বাতিল হয়েছে আদ্রা-বরকাখানা প্যেসেঞ্জার, বাতিল হয়েছে আদ্র-বোকারো পেসেঞ্জার।

যদিও যাত্রীদের উদ্দেশ্যে আগাম জানিয়ে দেওয়া হয়েছিল আজকের কর্মসূচি বলে জানান আদিবাসী কুড়মি সমাজের মুখপাত্র অজিত প্রসাদ মাহাত।
অন্যদিকে বাস চলাচল বন্ধ রয়েছে পুরুলিয়া-বরাকর ৫নম্বার রাজ্য সড়পে। ফলে জেলায় পরিবহন ব্যবস্থা প্রায় অচল হয়ূ পড়েছে আদিবাসী কুড়মি সমাজের আজকের কর্মসূচির জেরে।