ASANSOL

আসানসোলের বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান, বিপুল পরিমাণ বিদেশি সিগারেট বাজেয়াপ্ত, ধৃত তিন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের বাজারে মঙ্গলবার সকালে আসানসোল দক্ষিণ থানার পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। তাতে বাজেয়াপ্ত করা হলো বিপুল পরিমাণে বিদেশি সিগারেট। মোট ৮ বস্তা বিদেশি সিগারেটের সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। তারা হলো আসানসোল দক্ষিণ থানায় মহিশীলা কলোনির বটতলা বাজারের রুপেস কুমার বার্ণওয়াল, এসবি গরাই রোডের শ্রীপল্লীর দীপক কুমার শর্মা ও হিরাপুর থানার আসানসোলের ইসমাইলের বিআরএমবি রোডের অমর কুমার বার্ণওয়াল। বুধবার ধৃতদেরকে আসানসোল আদালতে তোলা হবে বলে আসানসোল দক্ষিণ থানা সূত্রে জানা গেছে। মঙ্গলবারের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আসানসোল বাজারের বস্তিন বাজারের অদূরে সরকারি কুয়ো এলাকায় এই অভিযান চালানোকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।


উল্লেখ্য, এর আগেও সরকারি কুয়োর কাছ থেকেই নকল জর্দা ও নকল পান মসলা বাজেয়াপ্ত করা হয়েছিল।
জানা গিয়েছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে একটি নামী সিগারেট কোম্পানি আসানসোল শহরের বস্তিন বাজারের সরকারী কুয়ো এলাকায় বেআইনি ভাবে বিদেশি সিগারেট বিক্রির অভিযোগ দায়ের করেছিল।সেই কোম্পানির বিদেশি সিগারেটের বেআইনি বিক্রির অভিযোগ খতিয়ে দেখে এদিন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা বস্তিন বাজারের সরকারী কুয়ো এলাকায় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে নিয়ে অভিযান চালায়।

এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশ আধিকারিকরা দেখেন দোকানে দোকানে বিপুল পরিমাণে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ রয়েছে। এরপর সেখান থেকে ৮ বস্তা অবৈধ বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করার পাশাপাশি তিনজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্ত করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে বিদেশি সিগারেট বিক্রি করা হচ্ছে। কিভাবে বিদেশি সিগারেট এখানে আনা হচ্ছে ও কবে থেকে এই কারবার চলছে তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি এইসব সিগারেট নকল কিনা তাও ইবি পরীক্ষা করে দেখবে।


প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করা সিগারেটের মূল্য লক্ষাধিক টাকা বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক দীপঙ্কর সাহা বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাজার এলাকায় দোকান থেকে অবৈধ বিদেশী সিগারেট সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *