ASANSOLRANIGANJ-JAMURIA

কয়লা বোঝাই লরি আটক করল রাণীগঞ্জ পুলিশ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় রানীগঞ্জের রানীসায়ের মোড় এলাকায় অতর্কিতে অভিযান চালিয়ে নাকা চেকিং এর সময় বৈধ কাগজ না থাকা একটি দশ চাকার কয়লা বোঝায় লরি কে দেখে সন্দেহ হওয়ায় আটকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই তার কোন বৈধ-নথি
লক্ষ্য না করে পুলিশ ওই ঝাড়খন্ড থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়া লরিটিকে আটক করে ।

এই ঘটনায় পুলিশ ওই গাড়ির চালক গৌতম মন্ডল যার বাড়ি লাউ দোয়া থানার খাট গড়িয়ায় বলে জানা গেছে সেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। কি কারনে প্রায় ২৩ টনের মত কয়লা ঝাড়খণ্ড থেকে দুর্গাপুর ওই মুখে আসছিল তা নিয়ে ব্যাপক খোঁজ তল্লাশি করেছে পুলিশ।

Leave a Reply