RANIGANJ-JAMURIASPORTS

রাণীগঞ্জ জোনাল নকআউট ফুটবলে ওয়াইএমসি ফুটবল দল ও রানিগঞ্জ কোচিং ক্যাম্প যুগ্মভাবে জয়ী

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: বৃহস্পতিবার রানীগঞ্জের রবিন সেন স্টেডিয়ামে রাণীগঞ্জ জোনাল কাম লিগ নকআউট ফুটবলের চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয়, রানীগঞ্জ ওয়াইএমসি ফুটবল দল ও রানিগঞ্জ কোচিং ক্যাম্প। উল্লেখ্য গত ১৬ ই আগস্ট খেলা দিবসের দিন এই খেলার উদ্বোধন হয় খেলায় এদিনের চূড়ান্ত পর্যায়ের খেলায় ব্যাপক দর্শক লক্ষ্য করা যায় স্টেডিয়াম চত্বরে। চূড়ান্ত পর্যায়ের খেলায় বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিশিষ্ট ভারত সেরা ফুটবলার গৌতম সরকার। এছাড়া উপস্থিত হন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, রানীগঞ্জ থানা ইন্সপেক্টর সুদীপ দাসগুপ্ত প্রমূখ।

এদিনের খেলায় দুটি দলের বেশ কয়েকজন খেলোয়াড় বেশ কয়েক দফায় হাড্ডাহাড্ডি ফুটবল খেলায় আহত হওয়ার ঘটনা ঘটায় খেলাটির সময়সীমা বেড়ে যাওয়ায় পর্যাপ্ত আলোর অভাবে দুটি দল গোল শূন্য থাকায় জোনাল ফুটবল কর্তৃপক্ষ দুটি দলকেই যুগ্মভাবে জয়ী ঘোষণা করেন। তবে এদিনের এই খেলা কে নিয়ে তীর্যক মন্তব্য করেন রানীগঞ্জের বিধায়ক। সমগ্র এই খেলাটির পরিচালনা করেন রানীগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *