ASANSOL

আসানসোলে পুলিশকে সঙ্গে নিয়ে আবগারি দপ্তরের হানা

প্রচুর পরিমাণে উদ্ধার চোলাই, দেশি মদ, ধৃত তিন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ আসানসোলের ঊষাগ্রামের এলাকার রতন ধাওড়ার কাছে বৃহস্পতিবার ভোরে আবগারি দপ্তরের আধিকারিকরা আসানসোল দক্ষিণ থানার পুলিশকে সঙ্গে নিয়ে অবৈধ মদ তৈরির আস্তানায় হানা দেয়। সেখান থেকে প্রচুর পরিমাণে চোলাই মদ, দেশি মদের সঙ্গে মিশ্রিত চোলাই মদ, বিদেশী মদ এবং দেশি মদ তৈরির নানান সামগ্রী উদ্ধার করে পুলিশ । এই ঘটনায় আবগারি দপ্তর তিনজনকে আটক করে। তারা হলো তপা বাস্কে, দুর্গা মূর্মু ও চাঁদ মূর্মু। পরে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে বলে জানিয়েছে আবগারি দপ্তর।

Advertisement: The Best Wines, Liquors, Ales & Lager Beer, we are selling Here by L.N Rosenthal. Original from Library of Congress. Digitally enhanced by rawpixel.
Advertisement: The Best Wines, Liquors, Ales & Lager Beer, we are selling Here by L.N Rosenthal. Original from Library of Congress. Digitally enhanced by rawpixel. by Library of Congress is licensed under CC-CC0 1.0

আবগারি দপ্তরের কাছে খবর ছিল যে, আসানসোলের উষাগ্রামের রতন ধাওড়া এলাকায় চোলাইয়ের সঙ্গে দেশি মদ মিশিয়ে বা অবৈধভাবে তৈরি করে মদ বিক্রি হচ্ছে। বুধবার গভীর রাতে আবগারি দপ্তর সেখানে হানা দিতে গেলে তারা প্রতিরোধের মুখে পড়েছিল। তারপর বৃহস্পতিবার ভোরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ নিয়ে তারা সেখানে হানা দেয়। তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার করা হয় চোলাই, দেশি মদ ও মদ তৈরির সামগ্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *