আসানসোলের ১২২ টি পুজো কমিটিকে দেওয়া হল চেক
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: সম্প্রতি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে এবার দুর্গা পূজার আয়োজক সমস্ত নিবন্ধিত দুর্গাপূজা কমিটিকে ৬০ হাজার অনুদান দেওয়া হবে। সারা বাংলার সমস্ত রেজিস্টার্ড দুর্গাপূজা কমিটিকে এই অনুদান দেওয়া হবে। শুক্রবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আলোচনা অডিটোরিয়ামে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে শিল্পাঞ্চলের বহু পূজা কমিটিকে এই চেক দেওয়া হয়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/09/IMG-20220923-WA0065-500x225.jpg)
অনুষ্ঠান চলাকালীন আসানসোল নগর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু উপস্থিত ছিলেন। ১০০ টিরও বেশি পূজা কমিটিকে চেক দেওয়া হয়। যা ঘটেছে তা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের তুলনায় এ বছর অনুদানের পরিমাণ ১০ হাজার টাকা বাড়িয়েছেন, অন্যদিকে বিদ্যুৎ বিলেও দেওয়া হয়েছে বিশাল ছাড়।অন্যদিকে, গুরুদাস চ্যাটার্জিও পূজা কমিটিগুলোকে অনুদানের টাকা দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এর ফলে সেই পূজা কমিটিগুলো অনেক উপকৃত হবে যারা চাঁদা থেকে ওই পরিমাণ টাকা পান না।
এদিকে অন্য এক মেয়র পারিষদ সুব্রত অধিকারী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ১০ হাজার টাকা বাড়িয়ে পূজা কমিটিকে সহায়তা করেছেন তাতে খুশি সকল পূজা কমিটির সকল কর্মকর্তারা।