জামুড়িয়া থানার পুলিশ তিনটি কয়লা বোঝায় লরি সহ ৯ জনকে গ্রেফতার করল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুড়িয়া থানার পুলিশ এবার তৃতীয় দফায় অবৈধ কয়লা পাচারের আগেই পাকড়াও করল তিনটি কয়লা বোঝায় লরি সহ ৯ জন কয়লা পাচারকারীকে। ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার কয়লাকারবারীদের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পায় জামুড়িয়া থানার পুলিশ।তারা জামুড়িয়ার চরুলিয়ার বিভিন্ন স্থানে
কয়লা পাচারের সময় কয়লা ভর্তি চারটি ট্রাক, একটি জেসিবি মেশিন,একটি সুইফ্ট গাড়ী ও তিনটি বাইক সহ ৯ জনকে গ্রেফতার করে জামুরিয়া থানার পুলিশ।
জানা গেছে কয়লা ভর্তি ট্রাকগুলি চুরুলিয়া এলাকা থেকে অন্য কোথাও পাচারের উদ্দেশ্য জড়ো করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। সুত্রের খবর জামুড়িয়া থানার ওসি রাহুলদেব মন্ডল বিশেষ বিশেষ সুত্রে পেয়ে অতর্কিতে এই অভিযান চালিয়ে পাই বড়সড় সাফলতা। এদিন ওসি রাহুল মন্ডল বিশাল পুলিশ বাহিনী নিয়ে অতর্কিত হানা দেন। সেই সময় হাতেনাতে ধরা পড়ে কয়লা পাচারকারী ওই বিশেষ দল।