মাইথন ড্যামে মত্ত চার যুবকের গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য, ধৃত এক
বেঙ্গল মিরর, আসানসোল ও মাইথন, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ শুক্রবার সন্ধ্যায় মাইথন ওপি এলাকার কালিপাহাড়ি মোড়ের কাছে মাইথন বাঁধের উপর, দুটি বাইকে আসা চার নেশাগ্রস্ত যুবকের মধ্যে রোহিত সিং পিস্তল উচিয়ে দুই রাউন্ড গুলি চালায়। যার জেরে মাইথন বাঁধে বেড়াতে আসা দুইপারের মানুষজন অল্পের জন্য রক্ষা পান। গুলি একজনের দুইপার মাঝখান দিয়ে চলে যায়। এতে উত্তেজিত জনতা ওই যুবকদের আটকাবার চেষ্টা করে। কিন্তু পিস্তলের ভয় দেখিয়ে তিন যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। ওদের মধ্যে থাকা সনু যাদব এক যুবক ও একটি মোটরসাইকেল মানুষের হাতে পড়ে যায়। এরপর লোকজন তাকে বেধড়ক মারধর করে। মোটরসাইকেলটিকে ভেঙে দেয়।




খবর পেয়ে প্রথমে মাইথন পুলিশ ফাঁড়ি পুলিশ পরে চিরকুন্ডা ও নিরসা থানার পুলিশ আসে। তাকে জিজ্ঞাসাবাদে শুরু করেছে। দূর্গা পূজার আগেই এই ঘটনায় কল্যানেশ্বরী মাইথন এলাকার হোটেলের মালিকরা রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন।
জানা গেছে শুক্রবার সন্ধ্যায় সোনু যাদব, রোহিত সিং, শুভম সিং এবং নীরজ যাদব এই চার যুবক মাইথন ড্যাম মোড়ে অবস্থিত মদের দোকান থেকে মদ নিয়ে তীব্র গতিতে গোগনার দিকে যাচ্ছিলেন। তখন তাদের কারও সাথে ঝগড়া হয় মদ্যপ থাকার কারণে। এতে এক যুবক পিস্তল বের করে গুলি চালায়।
স্থানীয় লোকজন বলছেন, মাইথন ড্যাম মোডের কাছে যখন থেকে মদের দোকান খোলা হয়েছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিন মানুষ মদ্যপান করে মানুষ ঝামেলার সৃষ্টি করে। অনেকবার মাইথন ওপিতে মদের দোকান বন্ধের কথা বলা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত তা বন্ধ হয়নি। ফলে প্রকাশ্যে গুলি চালিয়েছে যুবকরা। এখানকার মানুষের ভাগ্য ভাল যে কেউ গুলিবিদ্ধ হয়নি। নইলে কারো প্রাণ যেতে পারত। ডিভিসির মাইথনের নিরাপত্তা আধিকারিক গোরাচাঁদ মন্ডল বলেন পুলিশ একজনকে ধরে জিজ্ঞাসাবাদ করছে এবং অন্যান্য থানা থেকেও পুলিশ আধিকারিকরা এসে পৌঁছেছেন।