ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

মাকে খুন করেছে বাবা, দুই ছেলের সাক্ষীতে দোষী সাব্যস্ত

বারাবনির ঘটনা, আসানসোল জেলা আদালতে সাজা ঘোষণা ২৮ সেপ্টেম্বর

বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দ্যোপাধ্যায়ঃ বাবা মাকেই খুন করেছে । খোদ আদালতে দাঁড়িয়ে এই সাক্ষী দিয়েছিলেন সেই মৃত মায়ের দুই ছেলে। সাক্ষী দিয়েছিলেন আরো ১৩ জন। আসানসোলের জেলা আদালতের বিচারক সবকিছু শুনে ও সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে সেই বাবাকে সোমবার দোষী সাব্যস্ত করলো । আসানসোল জেলা আদালতের প্রধান সরকারি আইনজীবী তথা পিপি বাচ্চু ওরফে স্বরাজ চট্টোপাধ্যায় এদিন বলেন, ২০১৭ সালের ৩০ অক্টোবর বারাবনি থানার পুঁচড়া গ্রামের বাসিন্দা শান্তি চক্রবর্তী তার স্ত্রী বন্দনা চক্রবর্তীকে কুড়ুল দিয়ে ঘরের মধ্যে খুন করেছিলেন। এরপর তিনি বাড়ি থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি গ্রামে চলে যান। সেখান থেকে আবার তিনি পালান।

পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একটা খুনের মামলা হয়। সেই মামলায় বিচার চলাকালীন বন্দনা চক্রবর্তীর দুই ছেলে সুমন্ত চক্রবর্তী ও প্রশান্ত চক্রবর্তী বাবার বিরুদ্ধে সাক্ষী দেয়। এছাড়াও পুত্রবধূ সহ ১৩ জন শান্তি চক্রবর্তীর বিরুদ্ধে সাক্ষ্য দেন। এছাড়াও এফ এস এল রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট সহ ১৭টি তথ্য আদালতে জমা দেওয়া হয় বলে স্বরাজবাবু এদিন জানান।
সমস্ত দিক বিচারের পর সোমবার আসানসোলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দুই ) শরন্যা সেন প্রসাদ শান্তি চক্রবর্তীকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করেছেন । আগামী ২৮ সেপ্টেম্বর এই মামলায় সাজা ঘোষণা করা হবে বলে প্রধান সরকারি আইনজীবী জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *