ASANSOLRANIGANJ-JAMURIA

শ্রীপুর ফাঁড়ি এলাকাকে এবার মুড়ে ফেলা হল সিসিটিভি ক্যামেরার বেষ্টনী দিয়ে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ি এলাকাকে এবার মুড়ে ফেলা হল সিসিটিভি ক্যামেরার বেষ্টনী দিয়ে। এলাকার যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন এই দৃঢ় পদক্ষেপ নিয়েছে বলেই জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুধীর কুমার নীলকান্তম। সোমবার পুজোর আগেভাগেই যাতে সমগ্র এলাকাতে সিসিটিভিতে মুড়ে ফেলা যায় তারই লক্ষ্যে শ্রীপুর এলাকায় ৭৫ টি অংশে ৭৫ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হল, একই সাথেই এই সকল ক্যামেরাগুলির গতিবিধি নিয়ন্ত্রণের লক্ষ্যে এক বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয় শ্রীপুর ফাঁড়ি চত্বরে, যে কন্ট্রোলরুমে ২৪ ঘন্টা পৃথকভাবে নজরদারি চালাবেন প্রশাসনের বিশেষ দল।

এই অনুষ্ঠান পর্বেই ফাঁড়ি এলাকায় এই প্রথমবার ৭৪ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত দেয় পুলিশ প্রশাসন। একই সাথেই এলাকার অসহায় মানুষজন এদের সহায়তা লক্ষ্যে দুটি হুইলচেয়ার প্রদান করা হয় পাশাপাশি চারজনকে ক্যালিপার ও স্কেচার দেন পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। এদিনের এই অনুষ্ঠান পর্বে পুলিশ কমিশনার ছাড়া উপস্থিত থাকতে দেখা যায় ডিসিপি সেন্ট্রাল ডাক্তার সানওয়ালে কুলদীপ সুরেশ, এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি, জামুরিয়া থানার ওসি রাহুল দেব মন্ডল, শ্রীপুর ফাঁড়ির আইসি শেখ রিয়াজউদ্দিন, কেন্দা ফাঁড়ির আইসি সুকান্ত দাস, চুরুলিয়া ফাঁড়ির আইসি বিশ্বজিৎ রায় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *