ASANSOL

আসানসোল শহরের প্রথম সার্বজনীন দুর্গাপুজোর ১০০ তম বর্ষ

বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোল শহরের প্রথম সার্বজনীন দুর্গাপূজার এই বছর শতবর্ষ পূরণ হতে চলেছে। আসানসোলের আদি দুর্গা বাড়ির পুজো আয়োজন এর এই বছর ১০০তম বছর। এই পুজোর সূচনা হয়েছিল 1923 সালে।

আদি দুর্গাবাড়ী সম্বন্ধে ক’টি কথাঃ

উদ্যোক্তারা জানান আমরা আসানসোল শহরে প্রথম সার্বজনীন দুর্গাপুজোর সূচনা করি ১৯২৩ সালে । বর্তমান মন্দির প্রাঙ্গণে নয় , পুজো হয়েছিল রেলস্কুলের পুরোনো ছাত্রাবাসের সামনে , জি.টি.রোডের ধারে যেখানে এখন ‘ চন্দ্র এণ্ড সন্স ‘ ইত্যাদির দোকান আছে । কয়েকবার ঐখােেন পুজো হওয়ার পর তদানীন্তন ( বৃটিশ ) সরকারের খাসমহলে জায়গায় পুজোর অনুমতি না পাওয়া গেলে পুজোমণ্ডপ পরিবর্তিত হ’ল বর্তমান ই.আর. গার্লস স্কুলের সামনে । তারপর জি.টি.রোড . ও হসপিটাল রোডের সংযোগস্থলে কালীবাড়ীতে পুজো হয় দু’এক বছর ।

১৯৩৭ সালে ‘ পাঁচুগোপাল মল্লিক মহাশয় হতে বৰ্ত্তমান পুজো মন্দিরের জায়গা দুর্গাপুজো কমিটির পক্ষে কেনা হয় । জমি হ’ল কিন্তু মন্দির নেই । সেই অসুবিধা দূর করার উদ্দেশ্যে কমিটির সম্মতিক্রমে ডাঃ অতুল চন্দ্র লাহিড়ী মহাশয় নিজ ব্যয়ে পুজোমণ্ডপ ও সামনের বারান্দা নির্মাণ করিয়ে দেন । ১৯৭০ সালে নির্মিত হয়েছে মন্দিরের সামনের প্রশস্ত নাটমন্দির । ১৯৭২ সালে যোগ হয়েছে মন্দিরের পিছনে মায়ের ভোগমন্দির । পরবর্তীকালে আসানসোল পৌরনিগমের সহায়তায় হয়েছে আদি দুর্গাঁবাড়ীর সৌন্দৰ্য্যায়ন । তৈরী হয়েছে একটি ঘর । আদি দুর্গাঁবাড়ীর উদ্যোগে দুর্গাপূজা ছাড়াও , লক্ষ্মীপূজা , কালীপূজা , জগদ্ধাত্রী পূজা , অন্নপূর্ণা পূজা ও রামনবমী পূজা অনুষ্ঠিত হয় । শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠান উৎসবের আড়ম্বরে নয় , হৃদয়ের নৈকট্যে সকলের আশীর্বাদ প্রার্থী ।

যিনি আদি , যিনি মধ্য , যিনি অন্ত , অন্তহীন … যিনি আছেন অনলে , অনিলে , সলিলে , প্রতিটি প্রাণ স্পন্দনে , সৰ্ব্বত্র- সেই মা শৈলবালা– দেবী দুর্গতিনাশিনী দুর্গাঁর শততম দুগাঁপূজা আমরা আয়োজন করতে চলেছি আসানসোলের ঐতিহ্যময় আদি দুর্গাঁবাড়ী পূজা মণ্ডপে । হবে বস্ত্রদান । রাহালেনস্থ মিউনিসিপ্যাল পার্কে হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান । এই স্মরণীয় আবহে দুর্গোৎসবের প্রতিটি অনুষ্ঠানে আপনার সানুগ্রহ উপস্থিতি একান্ত ভাবে কাম্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *