রানীগঞ্জের কালিতলা দূর্গা পূজা কমিটির পূজোর ভার্চুয়াল ভাবে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের অন্যান্য প্রান্তের সাথেই খনি অঞ্চলে দুর্গা পুজো গুলি ভার্চুয়াল ভাবে উদ্বোধন-পর্ব সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রানীগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের ৩৪ বছরের প্রাচীন কালিতলা দূর্গা পূজা কমিটির পূজোর উদ্বোধন করেন তিনি। এই উদ্বোধন পর্বে হাজির হন রানীগঞ্জ থানার ইন্সপেক্টর সুদীপ দাশগুপ্ত, এসিপি সেন্ট্রাল টু শ্রীমন্ত ব্যানার্জি সহ ক্লাব সদস্যরা। সেখানে গ্রামীন এলাকায় সাহেবগঞ্জ দুর্গাপূজা কমিটির উদ্বোধন পর্ব সারেন মুখ্যমন্ত্রী।
এখানে বিশেষভাবে উপস্থিত হন বল্লভপুর ফাঁড়ির আইসি শিলাদিত্য ব্যানার্জি, দুটি গ্রামের গ্রাম প্রধান, তৃণমূল ব্লক সভাপতি দেবনারায়ণ দাস প্রমূখ। মন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধনে সম্ভবত খুশি পুজো উদ্যোক্তারা। কালীতলার উদ্যোক্তারা জানান এবার তাদের দ্বিতীয় দফায় ভার্চুয়াল ভাবে পুজোর উদ্বোধন-পর্ব সারলেন মুখ্যমন্ত্রী, তাদের এবার পুজোর থিম করোনাভাইরাসের টিকা করন। তা এদিন মণ্ডপে তুলে ধরা হয়েছে উদ্বোধন পর্বের সময়।