ASANSOL

স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টে আল্লাডি পঞ্চায়েত চ্যাম্পিয়ন l

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লেফ্ট ব্যাংক ফুটবল ময়দানে আয়োজিত দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল রবিবার ।এই ক্রিকেট টুর্নামেন্টে সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন ব্লক মিলে ১৬টি দল অংশ গ্রহন করেন।যার মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় আল্লাডি পঞ্চায়েত এর সাথে রূপনারায়নপুর পঞ্চায়েত এর সাথে হাড্ডা হাড্ডি খেলা হয় জার মধ্যে আল্লাডি পঞ্চায়েত রূপনারায়ণ পঞ্চায়েত কে হারিয়ে টসে জিতে আল্লাডি পঞ্চায়েত ৯৬ রান করে রূপনারায়নপুর পঞ্চায়েতের উদ্দেশ্যে ছুড়ে দেন কিন্তু রূপনারায়ণ পঞ্চায়েত অল ওভার শেষে ২ উইকেটে ৭৮ রান করে যাতে রূপনারায়নপুর পঞ্চায়েত ১৯ রানে পরাজিত হয় ।



এদিনের এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আসানসোল মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় ,ওয়াসিমুল হক
এইদিন বিধায়ক বিধান উপাধ্যায় স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায়ের চিত্রতে মাল্যদান করে মাঠে গিয়ে খেলোয়াড়দের বিশেষ উৎসাহ প্রদান করেন।এবং
বেলুন উড়িয়ে খেলার সূচনা করেন।খেলা শেষে অতিথিরা জয়ী দলকে ২৫ হাজার টাকা ও মুমেন্টো তুলে দেন এবং পরাজিত দলকে ২০ হাজার টাকা ও
মুমেন্ট তুলেদেন ।


তাছাড়া এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও ছিলেন বারাবনির যুব নেতা মুকুল উপাধ্যায় জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,সালানপুর ব্লকেরআই.এন.টি.টি.ইউ.সির সভাপতি মনোজ তেওয়ারী, শশী ভুষণ পান্ডে, দীনেশ লাল শ্রী বাস্তব ,সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি,
ডিভিসি এসআইপি কৌশল কুমার সহ সমস্ত পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানেরা ।

Leave a Reply