ASANSOLBusiness

ইউনিটেলের আধুনিক শোরুমের উদ্বোধন আসানসোলে

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : আসানসোলের বার্নপুর রোডে অবস্থিত অর্ঘ্য কমপ্লেক্সে কম্পিউটার ও কম্পিউটার সম্পর্কিত যন্ত্রপাতি স্থাপন ইউনিটেলের আধুনিক শোরুমের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন আসানসোলের সেক্রেটারি স্বামী সোমাত্মানন্দজি মহারাজ। সভাপতি ওম বাগদিয়া, উপদেষ্টা নরেশ আগরওয়াল, মুকেশ টোডি, সাউথ বেঙ্গল ফেডারেশন অফ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক জগদীশ বাগদি, নিখিলেশ উপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন ।

শোভন নারায়ণ বসু বলেন, ইউনিটেল দুই দশকেরও বেশি সময় ধরে শিল্পাঞ্চলের বাসিন্দাদের সেবায় নিয়োজিত রয়েছে। এখানে এইচপি, আসুস, এসারের মতো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ল্যাপটপ কম্পিউটার এবং আনুষঙ্গিক সব উপকরণ পাওয়া যায়, এই তিনটি শোরুম আধুনিকায়ন করা হয়েছে যাতে গ্রাহকরা আরো পণ্য কিনতে পারেন। আরও সুবিধা হবে যে একই দোকানে তাদের বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সহজেই পাওয়া যাবে, তাদের শোরুমও রানিগঞ্জ ও দুর্গাপুরে রয়েছে।

Leave a Reply