আসানসোল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পক্ষ থেকে দেওয়া হল দুর্গাপূজা অ্যাওয়ার্ড
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পূজা পুরস্কার। রবিবার আশ্রম মোড়ে হোটেল পার্বতীতে আসানসোল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃক দুর্গাপূজা পুরস্কার প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে চেম্বারের জেনারেল সেক্রেটারি বিনোদ গুপ্ত, ডাইরেক্টর শচীন রায় , উজ্জ্বল রায়, মনোজ সাহ, সারওয়ান আগরওয়াল, মনোজ টোডি, সতপল সিং কির পিঙ্কি, স্বপন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নিম্নলিখিত পূজা কমিটিগুলো পুরস্কার পেয়েছে *মহিলা পূজা (আসানসোল ও বার্নপুর):
হিলভিউ পূজা কমিটি ক্ষুদিরাম পার্ক, হিলভিউ নর্থ* *মহিলা বর্গা দ্বার পরিচালিত দূর্গোৎসব কমিটি* *নব জাগ্রত সংঘ, শ্রীপল্লী, আসানসোল* *আমরা সবাই সার্বজনীন পূজা কমিটি* *শান্তিনগর পূজা কমিটি শান্তি নগর,(শান্তি নগর স্কুলের কাছে)* *মধ্য কল্যাণপুর মহিলা পূজা কমিটি* *কল্যাণপুর হাউজিং স্কিম I & III কল্যাণপুর হাউজিং এস্টেট* *
আসানসোলে বাজেট ৫ লাখের নিচে* :
*প্রথম আমরা সবাই দুর্গা পূজা কমিটি* *বিআরএমবি রোড, ইসমাইল, আসানসোল,( সোপেন কালীবাড়ির বিপরীতে)* *২য় সিমুলতলা সর্বজনীন দূর্গা পূজা কমিটি* *৩য় আসানসোল সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি রামতলা, মাস্টারপাড়া* *বার্নপুরের বাজেট ৫ লাখের নিচে:* *বার্নপুর নওজওয়ান ক্লাব, বার্নপুর* *২য় বিধানপল্লী সম্মিলনী সার্বজনীন দুর্গোৎসব সমিতি,( বিধানপল্লী ময়দান)* *বিসি কলেজ রামবাঁধ সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি(রামবাঁধ, বার্নপুর, রামবাঁধের কাছে এফপি স্কুল)* *
আসানসোলে বাজেট ৫ লাখের উপরে *কল্যাণপুর ‘কে’ সেক্টর দুর্গাপূজা কমিটি* *কল্যাণপুর হাউজিং এস্টেট, চিলড্রেন পার্কের কাছে, আসানসোল-৭১৩৩০৫* *কল্যাণপুর সার্বজনীন দূর্গা পূজা কমিটি সেক্টর-১* *৩য় কোর্ট রোড পূজা কমিটি* *কোর্ট মোড় বার্নপুর রোড, সুকান্ত নগর, আসানসোল পুলিশ লাইনের কাছে* *বার্নপুরের বাজেট ৫ লাখের উপরে:* *রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব* *দ্বিতীয় এবি টাইপ পূজা কমিটি* *নেতাজি স্পোর্টিং ক্লাব মসজিদ রোড, বার্নপুর* *সেরা মূর্তি*