ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে হিল বস্তির সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে বিহু ও দাশাই নৃত্য পরিবেশন করে মন মাতালো আদিবাসী শিল্পীরা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: মহানবমীর পুজো পর্ব সম্পন্ন হওয়ার সাথে সাথেই রানীগঞ্জের বিভিন্ন প্রান্তেই বহু ভক্তসমাগম লক্ষ্য করা গেল পুজো মন্ডপগুলিতে । আর এ সকলের মাঝেই রানীগঞ্জের শহর এলাকার হিল বস্তির সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণে বিহু ও দাশাই নিত্য পরিবেশন করে মন মাতালো আদিবাসী শিল্পীরা। ধামসা, মাদলের সাথে ঢাকের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে নেচে উঠলো শহর এলাকার ছোট বড় যুবক যুবতী সকলে।

বিগত দুটি বছর করোনা প্যান্ডেমিকের কারণে পুজো এক প্রকার নামমাত্র করে পূজা পর্ব সম্পন্ন করেছে তারা। এবার আর পুজোতে কোন খামটি রাখতে চাই না। তাই আদিবাসী মহিলারা বিভিন্ন কলা কৌশল দেখিয়ে নৃত্য পরিবেশন করার সাথেই যুব সদস্যরা মেতে উঠলো তাদের সাথে আদিবাসী নাচ গানে। উদ্যোক্তাদের দাবি মানুষজনদের আনন্দ দেওয়ার লক্ষ্যেই তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। পাড়ার ছোট সদস্যরা এ ধরনের আনন্দ উচ্ছাস দেখে দারুণ খুশি। তারাও এই নাচ গানে অংশ নিয়েছেন সমান তালে। কি বলছে তারা তাদের বক্তব্যে আসুন শুনে নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *