নিয়ামতপুরে চারটি গাড়ির সংঘর্ষ আহত ২, রানীগঞ্জ থেকে আসানসোল আসার পথে দুর্ঘটনা মৃত এক
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ি এলাকার ইসকো বাইপাস রোডে বুধবার ভোররাত্রে পরপর চারটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সম্বন্ধে জানা যায় পেছন থেকে একটি ট্রাক প্রথমে একটি স্করপিও গাড়ি কে ধাক্কা মারে, সেই স্করপিও গাড়িটি আগে থাকা একটি মারুতি ভেনকে ধাক্কা মারে পরে মারুতি ভেনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে । ঘটনায় গুরুতর আহত হয় দুইজন ।
তবে প্রথমে যে ট্রাকটি ধাক্কা মারে সে ট্রাকচালক সুযোগ দেখে নিজের গাড়ি নিয়ে পালিয়ে যায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ । আহতদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং দুর্ঘটনা গ্রস্থ স্করপিও গাড়ি মারুতি ভ্যান এবং একটি ট্রাককে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়
অন্যদিকে মহা নবমীর রাত্রেই কত দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের আরো একজনের অবস্থা আশঙ্কা জনক রানীগঞ্জ থেকে আসানসোলের উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটে এই ঘটনা মৃত ও আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত যুবকের নাম সুব্রত পাল জানা গেছে তিনি রানীগঞ্জে এলাকার বাসিন্দা ছিলেন উনার বাবার নাম অশোক পাল।