ASANSOLRANIGANJ-JAMURIA

সিয়ারসোল রাজবাড়ির বুড়িমায়ের দুর্গাপুজোতে দোলা বিসর্জনের আগে কুমারি পুজো

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: দুর্গাপুজোর নবপত্রিকা বিসর্জন পর্ব সম্পন্ন হওয়ার আগে দীর্ঘ ৫০০ বছরের বেশি সময়কাল থেকে চলে আসা রানীগঞ্জের বনেদি বাড়ির দুর্গাপুজো গুলির অন্যতম সিয়ারসোল রাজবাড়ির হাজরা বুড়িমায়ের দুর্গাপুজোতে বিগত সময় গুলির ন্যায় এবারও হাজরা বুড়ি মন্দিরে দোলা বিসর্জনের আগেই হয়ে গেল কুমারি পুজো।

এখানে শাক্ত মতে দেবী দুর্গাকে পুজো করা হলেও দীর্ঘ ১০ বছর ধরে এখানে বলি প্রথা বন্ধ করেছে পূজো উদ্যোক্তারা। এবারও চাল কুমড়ো বলি দিয়ে প্রথা পালন করেছেন তারা। তবে রীতি মেনে দশমীর দিন কুমারী মেয়েকে মায়ের মূর্তির সামনেই দেবী রূপে সাজিয়ে চলল কুমারী পুজো। হাজারো সধবা মহিলা ও যুবতী মেয়েরা দেবী দুর্গার রূপে কুমারী মেয়েকে পুজো করে তাদের মনোকামনা জানিয়ে দিলেন দেবী দুর্গাকে।

Leave a Reply