রানীগঞ্জে দুটি ডিজে সহ চারচাকা গাড়ি বাজেয়াপ্ত
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ অন্যায় ভাবে ডিজে বাজানোর প্রেক্ষিতে রানীগঞ্জের দুটি পৃথক স্থানে দুর্গা বিসর্জনের সময় তাড় সরে ডিজে মেশিন বাজিয়ে দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রা বের করার প্রেক্ষিতে রানীগঞ্জ বাজার এলাকার তেওয়ারি পাড়া ও ইস্ট কলেজ পাড়া থেকে অতর্কিতে অভিযান চালিয়ে দুটি ডিজে মেশিন সহ চারচাকা দুটি গাড়ি বাজেয়াপ্ত করে।
উল্লেখ্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই পুজোর আগে শান্তি বৈঠক চলার সময়ই ডিজে বাজানো যাবে না বলেই জানিয়ে দিয়েছিলেন, পরবর্তীতে রানীগঞ্জের বিভিন্ন পুলিশ ফাঁড়িতেও বৈঠক করে ডিজে বাজানো নিষেধাজ্ঞা প্রসঙ্গে পুলিশ প্রতিটি সাউন্ড সিস্টেমের মালিকদের নিয়ে বৈঠক করেন সেখানে ডিজে বাজানোর নিষেধাজ্ঞা নিয়ে ও সকলকে জানিয়ে দেন তারা। এরপর পুজোর সময়কালে এরূপভাবে ডিজে বাজানো বিষয় লক্ষ্য করে পুলিশের বিশেষ নজরদারি দল অতর্কিত হানা দিয়ে দুটি অংশে ডিজে মেশিন নিয়ে শোভাযাত্রা করা ডিজে মেশিন দুটিকে বাজেয়াপ্ত করে।