ASANSOL

রানীগঞ্জের ঐতিহ্যবাহী ষোলআনা দুর্গাপুজো বিসর্জন শোভাযাত্রায় ১২৬ টি ঢাকি ঢাক বাজাবেন, রাত্রে শোভাযাত্রাকে অনেকটাই আকর্ষণীয় করে তুলবে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : আর কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে রানীগঞ্জের ঐতিহ্যবাহী সার্বজনীন পুজো গুলির মধ্যে অন্যতম ষোলআনা দুর্গাপুজো যা অনেকে প্রজাপতি দুর্গা নামেও জানেন। এবার বিগত দুবছর করোনা কালের জন্য নমো নমো করে বিসর্জন পর্ব পার হলেও, আবারও সেই পুরনো রীতি রেওয়াজ কে মেনে লক্ষ্মীপুজোর পরে বুধবার সময় ধরে পুজোর বিসর্জন পর্ব সম্পন্ন করতে জোর তৎপর হয়েছে পুজো উদ্যোক্তারা। প্রতিবছরই এখানের এই দুর্গা পুজোর বিসর্জন পর্ব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার ১২৬ তম বর্ষে এই দুর্গা পুজোয় হওয়ার কারণে এবার ১২৬ টি ঢাকি বিসর্জন পর্বে মায়ের শোভাযাত্রায় ঢাক বাজাবেন।

সেখানেই রয়েছে আকর্ষণীয় লেডিস লাইটিং ক্লাব ব্যান্ডের বাজনা, লেডিস ডান্ডিয়া নৃত্য, দুটি জেন্টস ক্লাব ব্যান্ডের বাজনা, নাচন ব্যান্ড, কুরকুরি ঢোল, সেক্সোফোন, হরিবোল দল, আর তার সাথেই থাকছে বিভিন্ন সাজের সেজে লোকেদের মনোরঞ্জন করতে যেমন খুশি সাজোর মাধ্যমে বিষ্ণু কেশরীর নেতৃত্বে সেজে উঠছে ভারত মাতা, দেশের ফৌজি, মাতালের মাতলামো, চার্লি চ্যাপলিন, রাধাকৃষ্ণ,পিকে হঠাৎ বাবু , সোশ্যাল মিডিয়ার কাঁচা বাদাম, হিন্দি সিনেমার পুষপা রাজ এর মতো বিভিন্ন সাজে সেজে মনোরঞ্জনের বহুরুপি শিল্পী। আর এর সাথেই থাকছে রংবেরঙের আলোকসজ্জা যার মধ্যে ভূতের গিটার বাজানো, সাইকেল চালানোর সাথেই, অন্ধকারে ভূতের আসা-যাওয়া ও বাউল সংগীত শিল্পী কে আলোক সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। যা বুধবারের রাত্রে শোভাযাত্রাকে অনেকটাই আকর্ষণীয় করে তুলবে বলে দাবি উদ্যোক্তাদের। বুধবার সকাল থেকেই সকলের বিষয়কে সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ক্লাবের সকল সদস্যরা জোর ব্যস্ত রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *