BARABANI-SALANPUR-CHITTARANJAN

ফুটবল টুর্নামেন্টের আয়োজন হল আছড়ায়

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েতের আছড়া স্কুল ময়দানে একদিবসিয় ফুটবল টুর্নামেন্টের খেলার আয়োজন করা হল ।খেলাটি আছড়া মা তারা ক্লাব দ্বারা আয়োজিত হয়। একদিন ব্যাপী এই ফুটবল খেলার ফিতে কেঁটে উদ্বোধন করলেন আছড়া স্কুলের প্রধান শিক্ষক সভ্যসাচী মাহাতা ,সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র।


এই খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতার ফাইনালে খেলায় বিজয় দলকে একটি কাপ ও পরাজিত দলকে একটি কাপ প্রদান করা হবে।তাছাড়া এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা ঘোষ,আছড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরেরাম তেওয়ারী,আছড়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন তেওয়ারী,মা তারা ক্লাবের সদস্য উদয় ঘোষ,তপন রুইদাস, দিলীপ বাউরি,পিন্টু তেওয়ারী সহ আরো অনেকে।এদিন ভোলা সিং বলেন যুব সমাজকে মোবাইল ফোন থেকে দূরে রাখতে সমস্ত ক্লাব গুলির উচিত একটি করে প্রতিযোগিতার আয়োজন করার।

Leave a Reply