ASANSOL

আমরা কজন ক্লাবের কালীপূজার প্যান্ডেলের খুঁটি পুজো

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের বিখ্যাত কালি পুজো কমিটিগুলোর মধ্যে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস দ্বারা আয়োজিত
আমরা ক জন ক্লাবের কালি পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হল বুধবার সকালবেলা । এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঠিক পাশেই কালি পূজার খুঁটি পূজা সম্পন্ন হলো । সমস্ত হিন্দু রীতিনীতি প্রথা মেনেই করা হল এই খুঁটি পুজোর।এদিনের এই খুঁটি পূজায় উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা পুজো কমিটির সম্পাদক ভোলা সিং। তিনি জানান আজ খুঁটি পূজা সম্পন্ন করা হলো। এই বছর পুজো ১২ তম বর্ষে পদার্পণ করল। পুজোর থিম তবে প্রত্যেক বছরের মত এবছরও থাকছে নয়া চমক।


ক্লাব সম্পাদক ভোলা সিংহ জানান দুইবছর করোনা মহামারীর ফলে পুজো ছোট করেই করা হয়েছিল তবে এবছরের বাজেট কিছুটা হলেও বেড়েছে ।আমাদের এই ক্লাব দ্বারা দুর্গাপূজা কালীপূজা দুটিই ধুমধামের সাথে করা হয়ে থাকে ।
তাছাড়া দুইবছর ধরে মানুষ কোন মেলাখেলা পুজোয় আনন্দ করতে পারেনি এবছর সকলের উৎসাহ রয়েছে ।সমস্ত ‘সরকারি নিয়ম মেনেই পুজো করা হবে।
এদিনের এই খুটিপুজোর সময় উপস্থিত ছিলেন অমিত সিং ,আশু তেওয়ারী, পিন্টু সিং,সুশীল, সহ আরো অনেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *