আসানসোলে সৌন্দর্যয়ানের জন্য তৈরী হবে বিশ্ববাংলা গেট
এলাকা পরিদর্শন করলেন মেয়র, চেয়ারম্যান ও সমস্ত এমএমআইসি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায়: আসানসোল শহরের সৌন্দর্যয়ানের জন্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে পুরসভার আধিকারিকরা সম্ভাব্য এলাকা পরিদর্শন করেন এবং গেট তৈরির জায়গাগুলি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, দিব্যেন্দু ভগত সহ অনেক কাউন্সিলরও উপস্থিত ছিলেন।




পরিদর্শনের পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মেয়র বিধান উপাধ্যায় বলেন যে সৌন্দর্যায়নের জন্য শহরের জুবিলী মোড়, কালিপাহাড়ী মোড় এবং ভগত সিং মোড়ে তিনটি গেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মোট ব্যয় হবে প্রায় ৪ কোটি টাকা। রাজারহাটের বিশ্ব বাংলার গেটটি সেই আদলে তৈরি করা হবে, খুব শিগগিরই এর কাজ আরম্ভ করা হবে।