বিজয়া সন্মেলনী অনুষ্ঠানকে সামনে রেখে কর্মী সভা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী 16 ই অক্টোবর বিজয়া সন্মেলনী অনুষ্ঠান কে সামনে রেখে
একটি কর্মী সভার আয়োজন করা হয় যেখানে বারাবনি ব্লকের সকল উচ্চস্থরীয় নেতা নেতৃত্ব ও আঞ্চলিক কমিটির সভাপতি সহ প্রধান উপপ্রধান দের ডাকা হয়েছিল । এদিনের এই সভাটি বিশেষ ভাবে বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ মহাশয় এর নেতৃত্বে পানুড়িয়া তৃণমূলের দলীয় কার্যালয়ে করা হয় ।এই কর্মি সভায় ব্লক সভাপতি ছাড়াও বিশেষ ভাবে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি, সহ সভাপতি সুকুমার সাধু, জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত ,বারাবনি পঞ্চায়েতের প্রধান নারেশ বাউড়ি, পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, পুঁচড়া পঞ্চায়েতের উপপ্রধান পার্থ মুখার্জি, নিমাই রায় , সহ আরো অনেকে ।




এদিন অসিত সিংহ মহাশয় সরাসরি কর্মীদের জানিয়ে দেন যে আগামী 16 তারিখ একটি দলের তরফে বিজয়া সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে সকল কর্মীদের উপস্থিত থাকতে হবে তাছড়া এই বিজয়া সন্মেলনী অনুষ্ঠানে আলইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রতিনিধি
তথা বিধায়ক সোহম চক্রবর্তী উপস্থিত থাকবেন ।একই মঞ্চে আরো বিশিষ্ঠ অতিথীরাও থাকবেন ।এদিন এই মঞ্চ থেকেই তৃণমূলের কর্মীদের সংবর্ধনা দেওয়া হবে ।তাছড়া অসিত সিং জানানতৃণমূলের দলটি এমন একটি দল যা সকলকে নিয়ে চলে ।তাই রাগ অভিমান ভুলে নতুন পুরোনো সকল কর্মীদের এক হয়ে চলতে হবে ।
তাছাড়া সামনে পঞ্চায়েত নির্বাচন এই নির্বাচনে কে পঞ্চায়েতের টিকিট পেল কে পেলনা তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ করলে হবেনা ।যারা দলের হয়ে ভাল কাজ করে যাবে দল অবশ্যই তাদের কথা মনে রাখবে ।তাই সেদিনের সম্মেলনে প্রায় আড়াই হাজার মানুষের ব্যাবস্থা করা হয়েছে ।
যাতে করে অনুষ্ঠানটি সফল ভাবে হয় সেই চেষ্টা সকলেই করবে ।