রানীগঞ্জ পুলিশের অভিযান শব্দবাজি ব্যবহার থেকে বিরত থাকার আবেদন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : দুর্গা পুজোর পর পরই কালীপুজোর আগেই নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর থেকে মানুষজনেদের বিরত রাখার লক্ষ্যে এবার রানীগঞ্জ থানার বিভিন্ন পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে চালানো হলো প্রচার অভিযান। বৃহস্পতিবার বিকেলে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ তার ফাঁড়ি চত্বরের বিভিন্ন অংশে শব্দবাজি ব্যবহার থেকে সকলকে বিরত থাকার আবেদন জানান।




এরপরই শুক্রবার সকাল থেকেই বল্লভপুর ফাঁড়ি এলাকার বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ বাজি ব্যবহারের ক্ষেত্রে কি কি শাস্তি বিধান রয়েছে সে সকলগুলিকে জানান দিয়ে নিষিদ্ধ বাজি ব্যবহারের ফলে কি কি দুর্ভোগে পড়তে হয় মানুষজন এদের সে বিষয়ে প্রসঙ্গে মাইকে প্রচার করে সকলকে সচেতন করেন বল্লভপুর ফাঁড়ির পুলিশ। উল্লেখ্য ইতিমধ্যেই দিকে দিকে পুলিশ নিষিদ্ধ বাজি ব্যবহারের ক্ষেত্রে নজরদারি চালিয়ে দুর্গাপুজোর সময় কালে নিষিদ্ধ শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রে অনেকটাই প্রতিবন্ধকতা লাগাতে পেরেছে। যার জেরে শব্দবাজির দাপট থেকে অনেকটাই রেহাই পেয়েছে খনি অঞ্চলের মানুষ।
এরপর আবার নতুন করে শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রে কালীপুজোর আগেই এরূপ নিষেধাজ্ঞা জারি হওয়ায় শব্দবাজি ব্যবহার থেকে অনেকটাই মানুষজন বিরত থাকবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।