বন্ধ সাবান কারখানার চুরির ঘটনার কিনারা করলো পুলিশ, উদ্ধার সামগ্রী, গ্রেপ্তার পাঁচ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির বড়সড় সাফল্য।দেন্দুয়া পঞ্চায়েতের অন্তর্গত ন্যাকড়াজোড়িয়া অবস্থিত বন্ধ থাকা এক সাবান কারখানায় সাবান তৈরির জন্য ব্যবহৃত ডাইগুলি চুরি হয় ২৯শে সেপ্টেম্বর।চুরির অভিযোগ কল্যানেশ্বরী ফাঁড়িতে করা হয়।ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে তিনজনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসে।
ধৃতদের জেরার পর উঠে আসে আরো চারজনের নাম,তার মধ্যে পুলিশ গতকাল আরো দুই জনকে গ্রেপ্তার করে এবং আরো দুইজনের তল্লাশি চালাচ্ছে পুলিশ।পুলিশ মোট এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।ধৃতদের নাম কার্তিক বাউরি,মদন সরকার,বিশ্বজিৎ কর্মকার, পিন্টু সাউ,রবি শঙ্কর বাউরি।তবে জানা যায় চুরি যাওয়া সামগ্রিক গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।