আসানসোলে পথ দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল । একটি ডাম্পার এবং খাদ্য সামগ্রী বোঝাই আর একটি লরির ধাক্কায় এক স্ক্রুটিতে থাকা এক যুবক ও তার মা পথ দুর্ঘটনায় রবিবার সন্ধ্যায় মারা গেল আসানসোলে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম অভিজিৎ মন্ডল(২২)) ও তার মা ময়না মন্ডল(৪০)। এদের দুজনের বাড়ি সালানপুর থানার রূপনারায়নপুরের ডাবর মোড়ে।




তারা স্কুটিতে করে রূপনারায়নপুর থেকে আসানসোলে যান।ফেরার পথে বিবেকানন্দ সরণীর রামকৃষ্ণ মিশনের কাছেই একই দিকে আসা একটি ডাম্পার ও একটি খাদ্য বোঝায় লরি তাদের ধাক্কা মারে। ওই যুবকের মাথায় হেলমেট ছিল। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন এবং ময়না মন্ডলকে জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। কিছুক্ষণ পরেই হাসপাতালেই তিনিও মারা যান। পুলিশ জানিয়েছে দুটি গাড়ি আটক করা হয়েছে।।