ASANSOLWest Bengal

বর্ধমান সন্মার্গ চিটফান্ড মামলা : পলাতক চেয়ারম্যানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ চিটফান্ড সংস্থা বর্ধমান সন্মার্গের চেয়ারম্যান পলাতক সৌম্যরুপ ভৌমিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো আসানসোল সিজিএম আদালত। এই চিটফান্ড সংস্থার বিরুদ্ধে বাজার থেকে টাকা তুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। সিবিআই এই মামলার তদন্ত করার দায়িত্ব পায়। তারেপর সেই মামলা তদন্ত শুরু হওয়ার একবারে প্রথম থেকেই পলাতক রয়েছে সৌম্যরূপ ভৌমিক। এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসাবে গত সেপ্টেম্বর মাসে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি বর্তমানে আসানসোল জেলে রয়েছেন।

file photo

শনিবারই রাজু সাহানির জামিনের শুনানি ছিল আসানসোল জেলা আদালতে সিজিএম তরুণ কান্তি মন্ডলের এজলাসে আদালতে। যেকোন শর্তে তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। সিবিআইয়ের আইনজীবী তার বিরোধিতা করেন। শেষ পর্যন্ত বিচারক তার জামিন নাকচ করে তাকে আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ২৯ অক্টোবর আবার শুনানি হবে সিজিএমর এজলাসে।


প্রসঙ্গতঃ, এর আগে এই মামলায় সিবিআই গ্রেফতার করেছিলো বর্ধমান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা পুর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে। গত আগষ্ট মাসে তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এই মামলায় সিবিআই দুটি চার্জশিট জমা দিয়েছে আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *