রানীগঞ্জ থানা নাগরিক কালী পুজো কমিটির বসে আঁকো প্রতিযোগিতা আগামী ২৩ শে অক্টোবর
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : বিগত দু দুটি বছর করোনা কালের কারণে রানীগঞ্জের থানা নাগরিক কালী পুজো কমিটির সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেই বিষয়কে মাথায় রেখে নতুন করেই রানীগঞ্জ থানা নাগরিক কালী পুজো কমিটির সদস্যরা পুজোর সময়কাল গুলিতে এলাকার কচিকাঁচার প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে আগামী ২৩ শে অক্টোবর রবিবার।
রানীগঞ্জের সি আর রোডের সারাফ ভবনে এই বসে আঁকো প্রতিযোগিতার আসর বসবে বলে জানা গেছে। উদ্যোক্তারা জানিয়েছেন এই প্রতিযোগিতায় গ্রুপ এ ৬ বছরের পড়ুয়ারা যেমন খুশি আঁকো প্রতিযোগিতায় অংশ নেবে। একইভাবে ৬ বছরের ঊর্ধ্ব থেকে ১০ বছরের পড়ুয়ারা যেমন খুশি আঁকো অংশ নেবে। সেখানে সি বিভাগের ১০ বছরের ঊর্ধ্ব থেকে ১৬ বছরের পড়ুয়ারা দুর্গাপুজো বিষয়ক ছবি ফুটিয়ে তুলবে ক্যানভাসে। আর ১৬ বছরের ঊর্ধ্বের পড়ুয়ারা প্রকৃতি মাতা র ছবি ফুটিয়ে তুলবে ক্যানভাসে। এই বিষয়গুলি এক বৈঠক করেই জানিয়ে দিলেন থানা নাগরিক কালী পূজা কমিটির কর্মকর্তারা।