ASANSOL-BURNPUR

আসানসোল পৌরনিগমের আধিকারিকেরা ছটঘাট পরিদর্শনে, দেওয়া হল প্রয়োজনীয় নির্দেশ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত:
আস্থা ও বিশ্বাস ছটের মহাপর্ব ছটকে সামনে রেখে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্যানিটারি ডিপার্টমেন্টের এমএমআইসি মানস দাস সহ সাংস্কৃতিক বিভাগের এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ পুরসভার সমস্ত আধিকারিকরা আসানসোলের দামোদর ছট ঘাট পরিদর্শন করেন। তারা ছট পূজা সংক্রান্ত প্রস্তুতির খতিয়ে দেখেন এবং সেখানকার কর্মীদের কিছু প্রয়োজনীয় নির্দেশনা দেন।শুধু দামোদর ছট ঘাট নয়, সমস্ত ঘাটগুলিকে ছট ব্রতীদের সুবিধার্থে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে যাতে সবাই আরো বেশি করে মহাপর্ব ছট উপভোগ করতে পারেন।

আসানসোল পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সিনহা ছটঘাট পরিদর্শন করলেন



আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের অধীনে তপসি বাবা ছট ঘাট এবং কাল্লা ছট ঘাট আজ তিন নম্বর বরোর আধিকারিকগন এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সিনহা পরিদর্শন করেন। এই প্রসঙ্গে উৎপল সিনহা বলেন যে আস্থা ও বিশ্বাসের মহাপর্ব ছটকে সামনে রেখে এই দুই এলাকার ছটঘাট পরিচ্ছন্নতার প্রতি বিশেষ নজর দেওয়ার পাশাপাশি বিশেষ করে মহিলাদের জন্য শৌচালয় নির্মাণ করা হচ্ছে এবং ছটব্রতীদের সুবিধার্থে তিনটি ছোট ও চারটি বড় সেতুও নির্মাণ করা হচ্ছে যাতে কারো কোনো সমস্যা না হয়। এ ছাড়া এখানে বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *