বাম গণ সংগঠনের যৌথ আহ্বানে বিক্ষোভ চিত্তরঞ্জন অঞ্চলে
বেঙ্গল মিরর, কাজল মিত্র : আজ পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন অঞ্চলে সকল বাম গণ সংগঠনের যৌথ আহ্বানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। গত ২০ তারিখ মাঝ রাতে কলকাতার সল্টলেক অঞ্চলে রাজ্য সরকারি চাকরি প্রার্থীদের আন্দোলনের উপর পুলিশি নির্যাতন, লাঠিচার্জ এবং গ্রেফতারের বিরুদ্ধে আজ শহরের আমলাদহী অঞ্চলে এই মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এইদিন বিকেলে প্রথমে বাজারের ভিতরে সুদীর্ঘ মিছিল এবং তারপরে বাজারের আর আই সি মোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
অসংগঠিত ক্ষেত্রের সিটুর সংগঠনের পক্ষ থেকে সুজিত দাস, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে সুরঞ্জন ব্যানার্জি, সারা ভারত মহিলা সমিতির পক্ষ থেকে মৌসুমী ঝা, রিটার্ড পেনসনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে এন বি সাহা, এ বি টি এ এর পক্ষ থেকে তাপস মন্ডল, প্রাক্তন ইউনিয়নের নেতৃত্ব নির্মল ব্যানার্জি ও বিশ্বজিৎ মুখার্জী, লেবার ইউনিয়নের পক্ষ থেকে রাজীব গুপ্ত বক্তব্য রাখেন।