নাকড়াসোতা বড়দীঘারি জনকল্যাণ সমিতি কালিপুজো মন্ডপের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ আসানসোলের নাকড়াসোতা বড়দীঘারি জনকল্যাণ সমিতি কালিপুজো মন্ডপের উদ্বোধন হল। রবিবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কালিপুজো মন্ডপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায়। এদিন উদ্ধোধনী অনুষ্ঠানে পুজো কমিটির তরফে এলাকার দুস্থ মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। ছিলেন পুজো কমিটির সদস্যরা। এবার এখানে আকর্ষণীয় কালী পূজার আয়োজন করা হয়েছে
অন্যদিকে, এদিন এক অনুষ্ঠানে আসানসোল শহরের ট্রাফিক কলোনির কালিপুজোর উদ্ধোধন করেন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা। ফিতে কেটে মন্ডপ ও প্রদীপ জ্বালিয়ে এই পুজো মন্ডপের উদ্বোধন করার আসানসোলের ডিআরএম ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোলের এডিআরএম এম কে মীনা সহ অন্যান্যরা।