ASANSOL

ছটপুজো উপলক্ষে প্রচার আসানসোল পুরনিগমের, ৫ টি ট্যাবলো ঘুরবে ১০৬ টি ওয়ার্ডে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ ছটপুজো উপলক্ষে আসানসোল পুরনিগম এলাকায় সচেতনতার প্রচার চালাবে আসানসোল পুরনিগম। তার জন্য ব্যবহার করা হবে ৫ টি ট্যাবলো। বুধবার সকালে আসানসোল পুরনিগম থেকে এই ৫ টি ট্যাবলোকে সবুজ পতাকা দেখিয়ে উদ্বোধন করেন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। ছিলেন পুরনিগমের ওস বীরেন অধিকারী সহ অন্যান্যরা।

এই প্রসঙ্গে মেয়র ও পুর চেয়ারম্যান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার নেতৃত্বে চলা সরকার সব ধর্মকে সমান গুরুত্ব দেন। সব ধর্মের জন্য যা যা করার তা আসানসোল পুরনিগম করে থাকে। এই বছরও তার কোন ব্যতিক্রম হয়নি। তারা আরো বলেন, এই পাঁচটি ট্যাবলো ছটপুজো পর্যন্ত আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডে ঘুরে ঘুরে সচেতনতার প্রচার চালাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *