ASANSOL

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা কাউন্সিলরের দায়িত্ব : অভিজিৎ ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল উত্তর বিধানসভা ব্লক ওয়ানের পক্ষ থেকে বিএনআর পার্টি অফিসে একটি বুথ স্তরের বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি ও সক্রিয় কর্মীরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ আলোচনা ছিল আগামীকাল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটার তালিকার কাজ নিয়ে।


প্রসঙ্গত সবাই জানেন, আগামীকাল থেকে যাদের বয়স ১৮ বছর হয়েছে তারা ভোটার তালিকায় স্থান পাবেন, এছাড়াও যারা পরলোকগমন করেছেন, যারা এখান থেকে চলে গেছেন, এই সব কাজও আগামীকাল থেকে শুরু হচ্ছে। ব্লকের সমস্ত ওয়ার্ড কাউন্সিলরদেরও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর ছাড়া সবাই উপস্থিত ছিলেন। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জি, কাউন্সিলর রাজেশ তিওয়ারি এবং সম্পা দাঁ বৈঠকে তাদের বক্তব্য রাখেন।

অভিজিৎ ঘটক বলেন, এই বছর ১৮ বছর বয়সী ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা সকল কাউন্সিলরের দায়িত্ব। কাউন্সিলরদের উচিত বিএলএ এবং বিএলও এর সহযোগিতায় এই কাজটি সম্পন্ন করা। এই জন্য ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের নাম অন্তর্ভুক্ত করুন। সমস্ত বুথ পরিদর্শন করে বিএলও এর কাজ পর্যালোচনা করুন। বৈঠক পরিচালনা করেন ভানু বোস এবং বহু ব্লক কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *