RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে মহাবীর ব্যায়াম সমিতির উদ্যোগে কবি সম্মেলন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের মহাবীর ব্যায়াম সমিতি ময়দান প্রাঙ্গন রাতভর মাতিয়ে রাখল ভারতের বিভিন্ন প্রান্তের সাত জন বিশিষ্ট হিন্দি কবি সাহিত্যিক। অনুষ্ঠানের শুরুতে ই রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় কে সম্মানিত করেন উদ্যোক্তারা একই সাথে ই সমস্ত বিশিষ্টজনদের সম্বর্ধিত করেন তারা।

এরপরই এক পরে এক কবি কবিসত্তা ফুটিয়ে তুলতে বিশিষ্ট সব কবিরা তাদের কবিতার ঝুলি থেকে দেশের সব মহাপুরুষের থেকে শুরু করে, ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কথা তাদের কবিতায় তুলে ধরার সাথেই, রাজনীতি থেকে শুরু করে সামাজিক বিভিন্ন বিষয়, সাংসারিক বিষয় ও ভারতের সংস্কৃতিকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন তাদের কাব্যকলস সাংস্কৃতিক সন্ধ্যায়।

রানীগঞ্জের মহাবীর ব্যায়াম সমিতির উদ্যোগে আয়োজিত কবি সম্মেলনে রাতভর মাতিয়ে রাখে প্রতিটি কবি দর্শকদের। এর সাথেই উদ্যোক্তারা ভোজন রশিদের রচনা তৃপ্তির জন্য উদ্যোগ গ্রহণ করেন ময়দানের এক প্রান্তে। কবি সাহিত্যিকদের সাহিত্যচর্চার সাথেই ভোজন রসিকরা তাদের রসনা তৃপ্ত করেন এদিনের এই কবি সম্মেলনের আসরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *