ASANSOL

মানিক উপাধ্যায় মেমোরিয়াল ও পাপু উপাধ্যায় কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে জয়ী কলকাতা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবানী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে ও
বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিংহ এর প্রচেষ্টায় রবিবার বারাবনী থানার অন্তর্গত পানুরিয়া পঞ্চায়েতের পানুরিয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল মানিক উপাধ্যায় মেমোরিয়াল ও পাপু উপাধ্যায় কাপ ফুটবল খেলার ফাইনাল প্রতিযোগিতা । বারাবনি ব্লকের পানুড়িয়া ফুটবল গ্রাউন্ডে ১৩ তম বর্ষের এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আগের রবিবার হয়েছিল যার ফাইনাল খেলাটি রবিবার অনুষ্ঠিত হল আরিয়ন এফসি এর সাথে ক্যালকাটা ক্যাটসম এর সাথে ।


আট দিবাসীয় এই ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচিত্র জগতের নায়ক
অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী তানিয়া কর উপস্থিত ছিলেন
একই সাথে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় মহাশয়,জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং ,
বারাবনি ব্লক উন্নয়ন আধিকারিক পার্থপ্রতিম সরকার, বারাবনি থানা ইনচার্জ মনোরঞ্জন মন্ডল, ডেপুটি মেয়র ওয়াসিমুক হক,বারাবনি যুবনেতা মুকুল উপাধ্যায়,হিরাপুর সিআই শিবনাথ পাল ।

এদিনের খেলায় আরিয়ন এফসি বনাম ক্যালকাটা ক্যাটসম এর হাড্ডা হাড্ডি খেলায় ট্রাইবেকার এর মাধম্যে আরিয়ন এফসি দলকে হারিয়ে কলকাতা কাস্টম জয়ী হয় ।
এই খেলায় বিশেষ আকর্ষণ পুরস্কার হিসেবে জয়ী দলকে ১ লক্ষ টাকা এবং পরাজিত দলকে ৭৫ হাজার টাকা সহ সূদৃঢ় মোমেন্ট প্রদান করা হয়।
মান অফ দা ম্যাচ হয় দীপক কুমার রজত ।
একই সাথে এই মঞ্চ থেকে
প্রাক্তন ফুটবলার রঘু নন্দী ও
প্রাক্তন খেলোয়াড় তথা রেফারি চিত্তরঞ্জন দাস মজুমদার কে সংবর্ধনা প্রদান করা হয় ।

খেলার মাঠে দর্শকদের ভীড় ছিল দেখার মত ।
প্রধান অতিথি ছাড়াও খেলায় উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি,জিলা পরিষদের কর্মাধ্যক্ষ পূজা মণ্ডি,জাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত ,পানুড়িয়া পঞ্চায়েতের প্রধান রাজেশ হাসদা ,উপপ্রধান বিশ্বজিৎ সিংহ ,ইন্দ্রজিৎ সিংহ , সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *