ASANSOL

মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্যের প্রতিবাদ আসানসোলেও, বিজেপির রাস্তা অবরোধ বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরি মন্তব্যের প্রতিবাদ শনিবার সকাল থেকে গোটা বাংলা জুড়ে চলছে। এদিন বিকেলে তার আঁচ এসে পড়ে শহর আসানসোলে। জেলা বিজেপির পক্ষ থেকে এদিন মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।


আসানসোলের জিটি রোডের বড় পোস্ট অফিস লাগোয়া বিজেপির বাজার পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বেরোয়। তার নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি দিলীপ দে, সাধারণ সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়, সম্পাদক অভিজিৎ রায় ও এসটি মোর্চার সভাপতি সুশীল টুডু।

পার্ট অফিস থেকে শুরু হওয়া এই মিছিল আসানসোল পুরনিগমের সামনে পর্যন্ত আসে। সেখানে বিজেপির নেতা ও কর্মীরা রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে স্লোগান ও তাকে পদত্যাগ এবং গ্রেফতারের দাবি করেন। বিজেপি নেতৃত্ব বলেন, এই মন্তব্যই প্রমাণ করে রাজ্যের শাসক দলের মনোভাব কি। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply