আসানসোল রেল পুলিশ ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* আসানসোলে বিভিন্ন ট্রেন ও স্টেশন এলাকায় হারিয়ে যাওয়া ১০ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো আসানসোল জিআরপি বা রেল পুলিশ । রবিবার আসানসোল জিআরপি থানায় ফোন মালিকদের ডেকে এই মোবাইল গুলো তুলে দেওয়া হয়েছে। এদিন আসানসোল জিআরপি থানার আইসি তুহিন বিশ্বাসের উপস্থিতিতে এই মোবাইল ফোন গুলো তুলে দেওয়া হয়। ছিলেন অন্য পুলিশ কর্মীরাও।




জানা গেছে, ট্রেনে সফর করার সময় কোনভাবে যাত্রীদের মোবাইল হারিয়ে গেছিল। এরপর জিআরপি তদন্তে নেমে এই সমস্ত হারিয়ে যাওয়া মোবাইল গুলো উদ্ধার করে। এদিন জিআরপি আইসি মোবাইল ফোন মালিকদের কাছে জানেন, কি করে তাদের এই ফোনগুলো হারিয়ে গেছিলো। এদের যাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়, তাদের মধ্যে রেলের এক কর্মীও আছেন।